ত্রিপুরা
img

খেলো ধর্মনগর ২০২৫–এর উদ্বোধন অনুষ্ঠান

সোমবার ধর্মনগর বি.বি.আই স্কুল মাঠে ধর্মনগর পৌর পরিষদ আয়োজিত ‘খেলো ধর্মনগর ২০২৫’–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো। তৃতীয় বর্ষে পদার্পণ করা এই ক্রীড়া উৎসবকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী সেন দাস।পাশাপাশি উপস্থিত ছিলেন খেলো ধর্মনগরের কনভেনার শ্যামল নাথ।এ বছর মোট ৪৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে পৌর পরিষদ সূত্রে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে মাঠজুড়ে প্রায় ১৫০০ জন শিল্পীর অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় মহিলা ক্রিকেট ম্যাচ, যেখানে অংশ নেয় ধর্মনগরের দুটি মহিলা দল। দর্শকদের ভিড় এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো।জানা যায়, খেলো ধর্মনগরের সূচনা হয়েছিল ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অনুপ্রেরণায়। তাঁর মূল লক্ষ্য ছিল— যুব সমাজকে নেশার নেতিবাচক দিক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ পথের দিকে নিয়ে আসা।

এই মুহূর্তে