
টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানীর শিকার এক গৃহবধূ। ঘটনা কল্যাণপুর এলাকায়। খোয়াই মহিলা থানায় অভিযোগ জানিয়েও অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ।ঘটনার বিবরণে জানা যায়, ১০/১১/২০২৫ ইং তারিখে নির্যাতিতা গৃহবধূ কল্যাণপুর থানা সংলগ্ন ব্যবসায়ী প্রকাশ দেবনাথ নির্যাতিতা গৃহবধূ স্বামীকে ১৫ বছর আগে প্রট মালায় জড়িত করে। মিথ্যা মামলায় পাশানোর জন্য মামলা পরিচালনা করার জন্য প্রকাশ দেবনাথের দোকানে যায় পুর্বের মামলা চালানোর টাকা আনতে। প্রকাশ দেবনাথ নির্যাতিতা গৃহবধূকে বাড়িতে ডেকে নিয়ে যায়। টাকা দেওয়ার পরিবর্তে মাহিলাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে প্রকাশ দেবনাথের বিরুদ্ধে। পড়ে মহিলকে ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তী সময়ে মহিলা খোয়াই মহিলা থানায় মামলা দায়ের করে। খোয়াই মহিলা থানায় পুলিশ এখন পর্যন্ত এই মামলায় কোন পদক্ষেপ নেইনি বলে জানিয়েছেন।