
বিল কপি জ্বালিয়ে প্রতিবাদ জানালো বীজ ও বিদ্যুৎ বিলের বিরোদ্ধে বামুটিয়া বিধানসভার নরসিংগড় স্থিত সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়ের সামনে বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা।এই সময় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর, বামুটিয়া বিধানসভার বিধায়ক নয়ন সরকার, সিপিআইএম গান্ধীগ্রাম অঞ্চল কমিটির সম্পাদক উত্তম সাহা, নরসিংগড় অঞ্চল কমিটির সম্পাদক বিক্রমজিৎ পাল সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকরা।এই সময় সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর বলেন কৃষকরা ফসল ফলান এবং বীজ সংগ্রহ করে সেই বীজ বপন করেন।সরকার কৃষকদের এই অধিকার কেড়ে নিয়ে কর্পোরেটদের হাতে দিয়ে দেবেন,সরকার যাদের সার্টিফিকেট দেবেন শুধু তারাই বীজ উৎপাদন করতে পারবে পাশাপাশি এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান