ত্রিপুরা
img

রাজধানীতে সৈনিকবোর্ড ও এনসিসি ক্যাডেটদের তহবিল সংগ্রহ অভিযান

সশস্ত্র বাহিনীর পতাকা দিবস উদযাপন উপলক্ষে সোমবার রাজধানীতে তহবিল সংগ্রহে নামলো সৈনিক বোর্ডের সদস্য সহ এনসিসি ক্যাডেটরা ।এদিন শহরের বিভিন্ন স্থানে তারা তহবিল সংগ্রহ অভিযান সংঘটিত করে। দেশের সৈনিক এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে প্রতিবছর ৭ ডিসেম্বর দিনটিকে সশস্ত্র বাহিনী পতাকা দিবস হিসেবে উদযাপন করা হয় ।১৯৪৯ সাল থেকে এই দিনটি উদযাপন করা হচ্ছে ।এবছর ৭ ডিসেম্বর রবিবার পড়ায় সোমবার সশস্ত্র বাহিনী পতাকা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীতে তহবিল সংগ্রহ অভিযানে নামে সৈনিক বোর্ডের সদস্যরা ।তাদের সাথে এই অভিযানে যুক্ত হন এনসিসি ক্যাডেটরাও। এদিন তারা রাজধানীর বিভিন্ন পথ ঘুরে তহবিল সংগ্রহ অভিযান সংঘটিত করে ।এই প্রসঙ্গে এনসিসি ক্যাডেটদের এক আধিকারিক জানান ,সশস্ত্র বাহিনীর পতাকা দিবসকে সামনে রেখে সংগ্রহীত তহবিল থেকে প্রাক্তন সেনা এবং যারা দেশমাতাকে রক্ষা করতে গিয়ে জীবন বলিদান দিয়েছেন তাদের পরিবারের সদস্যদের সহযোগিতা করা হবে।
 

এই মুহূর্তে