
পোস্ট ম্যাট্রিক স্কলারশীপ প্রদানের দাবি জানিয়ে জনজাতি কল্যাণ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো টি এস এফ এর এক প্রতিনিধি দল ।এদিন প্রতিনিধি দলের পক্ষে সহ-সভাপতি জন দেববর্মা জানান, স্কলারশিপ প্রাপ্তির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও বেশ কিছু ছাত্র-ছাত্রী বৃত্তি পাচ্ছেন না।
ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদানে তালবাহানা জনজাতি কল্যাণ দপ্তরের বার্ষিক সূচি হয়ে দাঁড়িয়েছে ।২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত অনেক জনজাতি ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি ।বিশেষত বিএড পড়ুয়াদের একাংশ এই বৃত্তি প্রাপ্তি থেকে বঞ্চিত রয়েছেন ।সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশীপ প্রদানের দাবিতে সোমবার টিএসএফের এক প্রতিনিধি দল জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে এক ডেপুটেশন প্রদান করে ।এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টিএসএফ এর সহ-সভাপতি জন দেববর্মা।এদিন তিনি ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড প্রদানে কর্তৃপক্ষের তালবাহানা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ।তিনি বলেন, প্রতিবছর এই ধরনের ঘটনা হচ্ছে ।এতে ছাত্রছাত্রীরা শিক্ষা ক্ষেত্রে অর্থনৈতিক বাধার সম্মুখীন হচ্ছেন ।অথচ সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের বৃত্তি পাওয়ার আবেদনপত্র সঠিকভাবে জমা দেওয়া হয়েছে ।অবিলম্বে সংশ্লিষ্টদের বৃত্তি প্রদানের দাবিতেই আধিকারিকের সাথে দেখা করবেন বলে জানান তিনি।
এদিন সাক্ষাৎকালে জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিক প্রতিনিধি দলটিকে জানান ,কেন এই সমস্যা হচ্ছে তা তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রধানের ব্যবস্থাও করবেন বলে আশ্বাস দেন তিনি।