ত্রিপুরা
img

রাজধানীতে আক্রান্ত সাংবাদিক, বিভিন্ন মহলে নিন্দা,ধৃত চার অভিযুক্ত

পেশাগত দায়িত্ব সম্পাদন শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত সাংবাদিক। ঘটনা রবিবার রাত এগারোটা নাগাদ রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায়। আহত সাংবাদিকের নাম সুমিত সিনহা ।গ্রেপ্তার অভিযুক্ত চার দুষ্কৃতী 


রাজধানীতে ফের আক্রান্ত হলেন এক সাংবাদিক। আক্রান্ত সাংবাদিকের নাম সুমিত সিনহা। তিনি রাজধানীর একটি নিউজ চ্যানেলের চিত্র সাংবাদিক। ঘটনা রবিবার রাতে রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় ।জানা গেছে পেশাগত দায়িত্ব সম্পাদন করার পর রাত এগারোটা নাগাদ বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি ।এই সময় কর্নেল চৌমুহনী এলাকায় একটি রেস্টুরেন্টের সামনে চার দুষ্কৃতী তার পথ আগলে দাঁড়ায় ।কোন কিছু বোঝার আগেই তার উপর আক্রমণ চালায় দুষ্কৃতিকারীরা ।এতে গুরুতর আহত হন চিত্র সাংবাদিক ।দুষ্কৃতিকারীরা তার গলার চেইন ছিনতাই করে নিয়ে যায় । রাজ্যের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক প্রতিনিধি দল সোমবার পশ্চিম থানায় পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে ঘটনার তীব্র প্রতিবাদ জানান ।যদিও খবর পেয়ে পুলিশ রাতেই অভিযুক্ত চার দুষ্কৃতীকে  গ্রেপ্তার করেছে।এদিন পশ্চিম থানার সামনে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার ঘটনার নিন্দা জানান ।তিনি জানান ,অভিযুক্ত সবাই নেশা সেবনকারী ।তিনি আরো জানান ,সাংবাদিকদের কাজ মূলত রাতেই ।কিন্তু এভাবে যদি সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটে তবে তা মেনে নেওয়া যায় না ।ধৃত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি
 

এই মুহূর্তে