
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার চলতি শীতকালীন অধিবেশনে দশটি বিল পাসের জন্য উত্থাপন করতে চলেছে। এর মধ্যে বীজ বিল এবং বিদ্যুৎ বিল উল্লেখযোগ্য। এই দুটি বিল জনস্বার্থ বিরোধী ।এর বিরুদ্ধে সারাদেশে জাতীয় কংগ্রেস প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করে চলছে ।এরই অঙ্গ হিসেবে সোমবার সংশ্লিষ্ট দুটি বিল বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা সংঘটিত করে প্রদেশ কংগ্রেস ।কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এর নেতৃত্বে ছিলেন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা ।এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী ,রাজ্য মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান ,দেশের কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থ বিরোধী এই দুইবিল মোদি সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে পাস করিয়ে নেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছে ।মোট দশটি বিল পাসের জন্য সংসদে উত্থাপন করা হচ্ছে। সবগুলি বিল দেশের বিরাট অংশের জনগণের স্বার্থ বিরোধী ।তাই এই বিলগুলি বাতিলের দাবিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।