
রবিবার উদয়পুর রমেশ বোর্ডিং হাউসের ছাত্র আবাস পরিদর্শন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা । হোস্টেলে পৌঁছে মন্ত্রী প্রথমেই ছাত্রদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। হোস্টেলের পরিবেশ, নিরাপত্তা ও ছাত্রীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে একগুচ্ছ বার্তা দেন। তাদের দৈনন্দিন সমস্যা, নিরাপত্তা, খাবার ব্যবস্থা, পড়াশোনার পরিবেশ—সব বিষয়েই বিস্তারিত আলোচনা করেন। ছাত্রীদের কাছ থেকে সুবিধা ও অসুবিধার কথা মনোযোগ দিয়ে শোনেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এদিন তিনি স্পষ্টভাবে বলেন, একটি হোস্টেল শুধু ছাত্রদের থাকার স্থান নয়, বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আগামী দিনে সমাজের বিভিন্ন দায়িত্ব তাদেরই কাঁধে নিতে হবে। তাই তাদের যেন কোনো সমস্যার মুখোমুখি হতে না হয়, সেই দিকটিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। Eএদিন মন্ত্রী হোস্টেলের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।