
রবিবার ব্যাপক হারে গাঁজা গাছ ধ্বংস করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ । প্রায় ৪ লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা ।বিশ্রামগঞ্জ থানার পুলিশের কাছে খবর আসে ,রামনগরের পুরান কালীবাড়ি এলাকায় ব্যাপক হারে গাঁজার চাষ হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা রবিবার কাকভোর থেকে টিএসআরের প্রথম ব্যাটেলিয়ন এবং ১১ ব্যাটেলিয়ান ও সিআরপিএফ এর ১৪০ ব্যাটেলিয়ানের জওয়ানদের নিয়ে পুরান কালিবাড়ি এলাকায় অভিযান চালায় ।পুলিশ আসছে তার টের পেয়ে গ্রামবাসীরা রাস্তায় গাছ ফেলে পুলিশের গতিরোধ করার চেষ্টা করে ।পুলিশ তাদের হটিয়ে রাস্তা অবরোধ মুক্ত করে সংশ্লিষ্ট স্থানে পৌঁছয় ।এদিন ২৫টি প্লটে প্রায় চার লক্ষ গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা এই সংবাদ জানান। এদিন গাজা বাগান ধ্বংস করার সময়ও পুলিশের সামনে ব্যারিকেড সৃষ্টি করার চেষ্টা করে গ্রামের মহিলারা। অনেক মহিলাই কান্না জুড়ে দেন ।নিজের হাতে গড়া গাঁজা বাগান পুলিশের হাতে ধ্বংস হতে দেখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এক মহিলা। অন্যান্য মহিলারা তাকে পরিষেবা প্রদান করে সুস্থ করে তোলেন।