ত্রিপুরা
img

চুরাইবাড়িতে যানচালকদের জাতীয় সড়ক অবরোধ

গাঁজা পাচার রোধে ত্রিপুরা পুলিশ অসম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি এলাকার নাকা পয়েন্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি অভিযান জারি রেখেছে। পুলিশের এই অভিযান চলার ফলে বিপাকে পড়েছেন বহিরাজ্য এবং রাজ্যের বিভিন্ন পণ্যবাহী গাড়ি চালকরা ।চুরাইবাড়ি থানার সামনে পুলিশ এই তল্লাশি অভিযান চালায় ।কিন্তু সংশ্লিষ্ট এলাকায় জায়গার প্রচন্ড অভাব ।পর্যাপ্ত কর্মীও নেই ।রয়েছে পরিকাঠামোগত দুর্বলতাও ।এর ফলে তল্লাশি প্রক্রিয়া অত্যন্ত ধির গতিতে চলছে বলে অভিযোগ ট্রাক চালকদের ।এর ফলে ট্রাক চালকদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে ।সংশ্লিষ্ট এলাকায় খাবার কিনে খাওয়ার মত কোন ব্যবস্থা নেই ।নেই শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থাও ।ট্রাক চালকদের দাবি ,নাকা পয়েন্টে স্ক্যানার মেশিন বসানো হোক ।এতে তল্লাশি অভিযানের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হবে ।কিন্তু পুলিশ প্রশাসন স্ক্যানার মেশিন বসাতে নারাজ ।এর ফলে দিনে একটি বা দুটি করে গাড়ি ক্লিয়ার করা হচ্ছে। এদিন এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়কে চাক্কা জ্যাম করে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন প্রায় পাঁচশত গাড়ির চালকরা। তাদের পক্ষ থেকে এক চালক জানান ,দীর্ঘদিন ধরে চুরাইবাড়িতে এই সমস্যা চলছে ।আজ ৮ দিন ধরে তিনি গাড়ি নিয়ে বসে আছেন। এখনো পর্যন্ত প্রায় ৪৫০র উপর গাড়ির তল্লাশি অভিযান বাকি ।প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত গাড়ির লম্বা লাইন। চুরাইবাড়ি সীমান্তে স্কেনারসহ আধুনিক ব্যবস্থা চালু করা হলে এই অব্যবস্থার শিকার হতে হতো না বলে জানান তিনি। এদিন জাতীয় সড়ক অবরোধের ফলে বহু যাত্রীবাহী যানবাহন আটকা পড়ে ।খবর পেয়ে ঘটনাস্থলে যান চুড়াইবাড়ি থানার পুলিশ। পুলিশ বিক্ষুব্ধ চালকদের সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন ।কিন্তু চালকরা সন্ধ্যা পর্যন্ত পথ অবরোধ আন্দোলনে অনর রয়েছেন বলে জানা গেছে।

এই মুহূর্তে