
রবিবার স্নাতকোত্তর শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করল টিআরবিটি অর্থাৎ টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা । ১৭ টি বিষয়ের উপর পরীক্ষা হয় এদিন। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৪৭ জন ।এর জন্য ৩৪টি পরীক্ষা গ্রহণ কেন্দ্র চালু করা হয় ।এদিন দুপুর বারোটা থেকে আড়াইটা পর্যন্ত চলে পরীক্ষা ।পরীক্ষার নির্ঘণ্ট অনুসারে সব কটি পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিকভাবে শুরু হয়েছে পরীক্ষা ।সম্পন্নও হয়েছে সঠিকভাবেই ।এদিন রাজধানীর কয়েকটি পরীক্ষা গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব। রাজধানীর শিশু বিহার স্কুলের পরীক্ষা গ্রহণ কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে টি আর বি টি চেয়ারম্যান জানান ,এবছর পরীক্ষা গ্রহণ কেন্দ্রের পরিসর কিছুটা বৃদ্ধি পেয়েছে ।জিরানিয়া ,সূর্য মনি নগর ,হাঁপানিয়া ,মোহনপুর, গান্ধীগ্রাম প্রভৃতি এলাকাতেও পরীক্ষা গ্রহণ কেন্দ্র রয়েছে। এদিন টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার চেয়ারম্যান ডঃ প্রত্যুষ রঞ্জন দেব আরো জানান ,কয়েকটি সেন্টারে কিছু পরীক্ষার্থী ১১ টার পর উপস্থিত হন ।তাদেরকে গাইডলাইন অনুসারে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ।এছাড়া দুটি পরীক্ষা গ্রহণ কেন্দ্রের দুজন পরীক্ষার্থী এডমিট কার্ড না আনায় পরীক্ষায় বসতে পারেননি। তিনি আরো জানান ,পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করার জন্য টি আর বিটির পক্ষ থেকে তিনটি টিম গঠন করা হয়েছে ।এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে চারটি ফ্লাইং স্কোয়াড গঠন করা হয়েছে।