
দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গনে আইপিএফটির গণ অবস্থান কর্মসূচি পিছিয়ে গেছে। আগামী ১৫ ডিসেম্বর এই কর্মসূচি হওয়ার কথা ছিল। ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস বা এনএফএনএস এবং আইপিএফটি'র যৌথ উদ্যোগে এই কর্মসূচি ঘোষণা করা হয় ।কিন্তু ১৫ ডিসেম্বর এই কর্মসূচি হচ্ছে না ।বর্তমান সময়ে ইন্ডিগো বিমান পরিষেবায় বিশৃঙ্খলা এবং ট্রেনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। রবিবার সাংবাদিক সম্মেলন করে ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটির সহ-সভাপতি প্রদীপ কুমার দেববর্মা এই সংবাদ জানান ।তিনি জানান, ১৫ ই ডিসেম্বরের কর্মসূচিটি ২০২৬-২৭ অর্থবর্ষের সংসদের বাজেট অধিবেশনের আগে অথবা বাজেট অধিবেশন চলাকালীন সময়ে অনুষ্ঠিত হবে ।এর দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে ।তিনি জানান ,১৫ ডিসেম্বরের অনুষ্ঠিতব্য গণ অবস্থান কর্মসূচিতে আইপিএফটির দল থেকে ১০০ জন প্রতিনিধি উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু প্রতিনিধির সংখ্যা বেড়ে ২৮৭ জন হয়েছে। একদিকে ইন্ডিগো বিমান পরিষেবার অনিশ্চয়তা এবং অন্যদিকে রেলের টিকিট বুকিং নিয়ে সমস্যার কারণে এত জন প্রতিনিধি যাওয়া আসার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তাই দিল্লির যন্তর মন্তরের সামনে এই কর্মসুচির দিনক্ষণ পিছিয়ে দিতে হচ্ছে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠন এবং সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল ২০১৯ চলতি অধিবেশনে পাশ করানো এই দুটি মুখ্য দাবিকে সামনে রেখে ১৫ ডিসেম্বর দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গনে একদিনের গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে আইপিএফটি এবং ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেটস বা এনএফএনএস সংস্থা।