ত্রিপুরা
img

অনুষ্ঠিত হল লংতরাই গুড়ো মশলা ঊনকোটি রিটেইলার মিট

রবিবার ধর্মনগর ইতো সাধনি ভবনে অনুষ্ঠিত হল লংতরাই গুড়ো মশলা ঊনকোটি রিটেইলার মিট। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উত্তর ঊনকোটির বিভিন্ন প্রান্ত থেকে আগত রিটেইলারদের নিয়ে এই বিশেষ সভার আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সন মিতালী সেন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর থানার পুলিশ অফিসার তপন দাস, লংতরাই গুড়ো মশলার জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ এবং লংতরাই গুড়ো মশলার অন্যতম সদস্য কৃষ্ণ দন দেবনাথ।সভায় লংতরাই গুড়ো মশলার কর্মকর্তারা রিটেইলারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। বাজারে পণ্যের অবস্থান, চাহিদা বৃদ্ধি, গুণমান, বিতরণ ব্যবস্থা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। রিটেইলারদের মতামত, সমস্যা ও প্রয়োজনীয়তাও মনোযোগ দিয়ে শোনেন সংস্থার কর্মকর্তারা।অনুষ্ঠানের মাধ্যমে রিটেইলার এবং কোম্পানির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বার্তা দেওয়া হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, লংতরাই গুড়ো মশলা ভবিষ্যতে উত্তর ঊনকোটির বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে এবং ছোট–বড় রিটেইলারদের সাথে সমন্বয় রেখে এগিয়ে যাবে।

এই মুহূর্তে