ত্রিপুরা
img

আলোয় ফেরার পথ দেখাচ্ছে ডি ওয়াই এফ আই -বিরোধী দলনেতা

ডি ওয়াই এফ আই এর জয়নগর মেলার মাঠ অঞ্চল কমিটি সম্মেলনকে সামনে রেখে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেলার মাঠের ছাত্র যুব ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

 

ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জয়নগর মেলার মাঠ অঞ্চল সম্মেলন আসন্ন ।এই সপ্তম অঞ্চল সম্মেলনকে সামনে রেখে রবিবার মেলারমাঠের ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ,ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য যুব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বিরোধী দলনেতা রক্তদাতাদের অভিনন্দন জানান ।তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেন ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান, যুব সমাজকে যখন আত্মকেন্দ্রিক মনোভাবে গড়ে তোলার চেষ্টা চলছে তখন ডি ওয়াই এফ আই এর জয়নগর মেলার মাঠ অঞ্চল সম্মেলনকে সামনে রেখে আয়োজিত এই রক্তদান শিবির এক উল্লেখযোগ্য ঘটনা ।এই ধরনের উদ্যোগ যুবসমাজকে অচলায়তনে পরিণত করার বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।বিরোধী দলনেতা আরো জানান ,এভাবে যুবসমাজের মধ্যে মানবিক মূল্যবোধ সৃষ্টি করা হলে বর্তমানের অন্ধকারের পথ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ।এই লক্ষ্যেই কাজ করে চলছে ডি ওয়াই এফ আই বলে জানান বিরোধী জননেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন ডিওয়াইএফআইয়ের জয়নগর মেলার মাঠ অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে ৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

এই মুহূর্তে