ত্রিপুরা
img

নোয়াগাঁওয়ে কংগ্রেসের সম্মেলন মঞ্চ ভাঙচুর ঘিরে উত্তেজনা

কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা। ঘটনা রবিবার সকালে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাঁও এলাকায় ।উত্তেজনা প্রশমনে ঘটনাস্তলে ছুটে গেছে পুলিশ এবং সিআরপিএফ বাহিনী। জানা গেছে ৬ আগরতলা ব্লক কংগ্রেস কমিটির প্রতিনিধি সম্মেলন ছিল রবিবার ।এই সম্মেলনের জন্য ৬ আগরতলা ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে স্থানীয় স্কুল ব্যবহারের অনুমতি চাওয়া হয় ।কিন্তু শিক্ষা দপ্তর থেকে অনুমতি প্রদান করা হয়নি ।অবশেষে নোয়াগাঁও এলাকার একজনের জোত খালি জায়গায় অনুমতি নিয়ে মঞ্চ নির্মাণ শুরু করা হয়। নির্মাণের কাজে ডেকোরেটর নিয়োগ করা হয় ।অভিযোগ, বিজেপি কর্মীরা সংশ্লিষ্ট স্থানে মঞ্চ না বানানোর জন্য ডেকোরেটরদের ভয়-ভীতি প্রদর্শন করে ।তিন তিনটি ডেকোরেটরের মালিকদের ভয়-ভীতি দেখানো হয় ।ভেঙে ফেলা হয় সম্মেলনের মঞ্চ ।শেষ পর্যন্ত সংশ্লিষ্ট স্থানেই খোলা আকাশের নিচে সম্মেলনের কাজ শুরু হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ,যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা ,মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিনিধি সম্মেলনে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথ থেকে কংগ্রেসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।এই ঘটনায় তীব্র ক্ষোভ  ব্যক্ত করেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন ।তিনি জানান, সম্মেলনের মঞ্চ না বানানোর জন্য তিনজন ডেকোরেটর কে হুমকি দেওয়া হয়েছে। সম্মেলনের জন্য কোন চেয়ার বা মাইক ভাড়া পাওয়া যাচ্ছে না ।ডেকোরেটর কে মাইক ও চেয়ার ভাড়া দিতে নিষেধ করা হয়েছে ।শেষ পর্যন্ত খোলা আকাশের নিচেই সম্মেলন শুরু হয়েছে। বিধায়ক আরো জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট বিষয়টি তুলে ধরা হবে।বিষয়টি যেন ট্রেডিশনে পরিনত না হয় মুখ্যমন্ত্রীকে সেই কথা বলবেন বলে জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এলাকার কংগ্রেস বিধায়ক বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন জনস্বার্থ বিরোধী দিক গুলিকে তুলে ধরে বক্তব্য রাখেন ।তিনি বলেন ,শিক্ষা ব্যবস্থায় শিক্ষক সংকট চলছে ।চিকিৎসা ব্যবস্থায় ডাক্তার শঙ্কর চলছে ।এভাবে যুবসমাজকে প্রকৃত শিক্ষা থেকে দূরে রেখে তাদের হাতে বিজেপির ঝান্ডা তুলে দেওয়া হচ্ছে ।তাদেরকে জয় শ্রীরাম স্লোগান শেখানো হচ্ছে। এভাবেই ক্রমশ বিজেপি দল ধর্মের কারবারিতে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।প্রসঙ্গত উল্লেখ্য যে ,এর আগে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়ের ঘরোয়া সভায় হামলা চালিয়ে সভা বানচাল করা হয় ।প্রকাশ্য দিবালোকে এই ঘটনা সংঘটিত করা হয় বনমালীপুর কেন্দ্রের অধীন টাউন প্রতাপগড় ১ নম্বর রোডের একটি বাড়িতে। এরপর ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের প্রতিনিধি সম্মেলন বানচালের চেষ্টা করা হলো ।সংশ্লিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই নোয়াগাঁও এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

এই মুহূর্তে