ত্রিপুরা
img

২১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা

সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির উদ্যোগে ২১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি ।তারই অঙ্গ হিসেবে রবিবার  সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহাকুমা কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় গান্ধী ঘাট সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অফিস গৃহে 

এই মুহূর্তে