

Dec 07, 2025
সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ২৭ টি মোবাইল ফোন ফেরত পাওয়ার জন্য থানায় মামলা করা হয়েছিল। পশ্চিম থানার পুলিশ মোবাইল ফোন গুলো উদ্ধার করে রবিবার তাদের মালিকের হাতে তুলে দেয়। পশ্চিম জেলার এসপি নমিত পাঠক এদিন মোবাইলগুলি হ্যান্ড ওভার করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন এসপি নমিত পাঠক বলেন, দিন দিন সাইবার ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এপিকে ফাইল গুলি ডাউনলোড না করার পরামর্শ দেন তিনি। যার মাধ্যমে ব্যক্তিগত সকল ডাটা থেকে শুরু করে টাকাও হাতিয়ে নিচ্ছে দুষ্টচক্র।