
অবৈধ কার্যকলাপে অতিষ্ঠ গ্রামবাসীরা রিসোর্ট বন্ধের দাবিতে পুলিশের কাছে গণস্বাক্ষর সম্মিলিত স্মারকলিপি প্রদান করল । বামুটিয়ার তালতলা ও মোহনপুরের গজারিয়া গ্রামের মধ্য্যবর্তী স্থানে গড়ে ওঠা দা ন্যাচারাল রিসোর্ট সংলগ্ন এলাকার গ্রামবাসীরা এদিন সিধাই থানায় এই স্মারকলিপি প্রদান করেন।
রিসোর্টের ভেতরে চলা অবৈধ কার্যকলাপে অতিষ্ঠ গ্রামবাসীরা ।গত তিন বছর আগে বামুটিয়ার তালতলা এবং মোহনপুরের গজারিয়া গ্রামের মাঝামাঝি একটি স্থানে গড়ে উঠে দ্য ন্যাচারাল রিসোর্ট নামে একটি রিসোর্ট। এর মালিক গোপাল সাহা, জয়ন্ত রায় এবং বাপি নামে একজন ।তিন বছর আগে প্রথমে মাছ চাষের জন্য জলাশয় স্থাপন দিয়ে শুরু হয় তাদের এই ব্যবসা। গ্রামবাসীরা একে স্বাগত জানান ।এরপর গড়ে ওঠে পার্ক ।পার্কের পর এটি রিসোর্টে রূপান্তরিত করা হয়। এই রিসোর্টে সর্বক্ষণ চলে অবৈধ কার্যকলাপ ।মদের আসর থেকে শুরু করে দেহ ব্যবসাও চলে প্রকাশ্যে। এই রিসোর্ট দিনের ২৪ ঘন্টাই খোলা থাকে ।বিভিন্ন স্থান থেকে মেয়ে ও ছেলেরা এখানে আসে ।প্রায় রাতেই রিসোর্ট থেকে নারী কন্ঠের আর্তন শোনা যায় ।এর ফলে তালতলা এবং গজারিয়া গ্রামের পরিবেশ নষ্ট হওয়ার উপক্রম হয়।বিষয়টি নিয়ে দুই গ্রামের গ্রামবাসীরা মালিক কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বলতে চান ।কিন্তু মালিকপক্ষ গ্রামবাসীদের কথা শুনতে নারাজ ।এরই মধ্যে শুক্রবার এক অপ্রীতিকর ঘটনা ঘটে। কোন এক কপোত কপোতি অসামাজিক কাজে লিপ্ত হতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে ।গামে কয়েকজন মহিলা তাদের আটকে রাখার চেষ্টা করলে যুবকটি এক মহিলাকে ঘুষি মেরে আহত করে পালিয়ে যায় ।এই ঘটনায় দুই গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন ।তারা শনিবার এই রিসোর্ট বন্ধের দাবিতে গ্রামবাসীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি সিধাই থানার পুলিশ আধিকারিকের হাতে তুলে দেন ।এদিন সংশ্লিষ্ট দুই গ্রামের পক্ষে এক যুবক এই সংবাদ জানান ।তিনি জানান, এই রিসোর্ট এর কারণে দুই গ্রামেরই গ্রামবাসীদের শান্তিতে বসবাস করা এক প্রকার দায় হয়ে উঠেছে। তাই তারা অবিলম্বে এই রিসোর্ট বন্ধের জন্য সিধাই থানার ওসির নিকট দাবি জানিয়েছেন।
এদিন সিধাই থানার পুলিশ আধিকারিক গ্রামবাসীদের অভিযোগ মনোযোগ সহকারে শুনেন ।এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ আধিকারিক। এই অবস্থায় সিধাই থানার পুলিশ সংশ্লিষ্ট বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।