

Dec 06, 2025
আসন্ন এডিসি নির্বাচন উপলক্ষে খোয়াই জেলার জনজাতি মোর্চার সংগঠনকে শক্তিশালী করার জন্য শনিবার বিজেপির জেলা কার্যালয়ের কনফারেন্স হলে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার পুরোহিত্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জেলা সভাপতি বিশ্বজিত রুপিনী, এমডিসি ভূমিকা নন্দ রিয়াং, রাজ্য বিজেপির সদস্য নমিতা দেববর্মা, সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা।এই সভায় ১৪ টি পরিবারের ৬১ জন ভোটার প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার হাত ধরে বিজেপি দলে যোগদান করেন।