ত্রিপুরা
img

প্রয়াণ দিবসে প্রদেশ কংগ্রেসের আম্বেদকর স্মরণ

প্রয়াণ দিবসে সংবিধান প্রণেতা ডঃ ভীমরাও আম্বেদকর এর প্রতি শ্রদ্ধা জানালো প্রদেশ কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের এসটি ,এসসি ,ওবিসি এবং মাইনরেটি  বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।

শনিবার দেশের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের ৭০ তম প্রয়াণ দিবস ।এই দিনটিকে সারাদেশে মহাপরীনির্মাণ দিবস হিসেবে পালন করছে জাতীয় কংগ্রেস ।এরই অঙ্গ হিসেবে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি এবং মাইনরিটি - এই চার বিভাগের নেতৃবৃন্দ ।উপস্থিত নেতৃবৃন্দ ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন  করে শ্রদ্ধা নিবেদন করেন ।এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান, বাবা সাহেব ভীমরাও আম্বেদকর যে সংবিধান রচনা করে দেশবাসীকে তাদের অধিকার এবং ক্ষমতায়নের সুযোগ করে দিয়েছিলেন ,তা আজ শুধু খর্বই হচ্ছে না ,একে বিলুপ্ত করে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে দেশ জুড়ে ।সংবিধানের জায়গা নিতে চাইছে মৌলবাদী মনোভাবাপন্ন একটা সরকার। এই সুগভীর চক্রান্ত রুখে দিতে জাতীয় কংগ্রেস এই দিনে সংকল্প গ্রহণ করছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন ,রাজ্যেও  সকল অংশের জনগণকে সাথে নিয়ে লড়াইয়ের পথে নামার উদ্যোগ গ্রহণ করছে প্রদেশ কংগ্রেস।

এদিন শুধু কংগ্রেস ভবনেই নয়, প্রদেশ কংগ্রেস পরিচালিত সব কটি জেলা কার্যালয়ে যথাযথ মর্যাদায় সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকর এর প্রয়াণ দিবস উদযাপন করা হয়।

এই মুহূর্তে