
যত বেশি হুমকি-ধমকি দেওয়া হবে ,তত বেশি শক্তিশালী হবে বিজেপি, শনিবার শিমনা বিধানসভার বড় কাঁঠাল নতুন বাজারে আয়োজিত এক যোগদান সভায় বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যোগদান সভায় ১০৭ পরিবারের ৩১২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন ।মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যে প্রকারান্তরে মথা সুপ্রিমোকে ইঙ্গিত করেই, তা বলাই বাহুল্য।
মথা সুপ্রিমোপ্রদ্যোত কিশোর দেববর্মণের বর্মনের খাস তালুক টাকারজলা জম্পুই জলাকে সাংগঠনিকভাবে তছনছ করার পর এবার মথা সুপ্রিমোর ডান হাত বলে পরিচিত বৃষকেতু দেববর্মার বিধানসভা কেন্দ্র সিমনার দিকে হাত বাড়ালো বিজেপি। শনিবার সিমনা বিধানসভা কেন্দ্রের বড়কাঁঠাল বাজারে বিজেপি মন্ডলের উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয় ।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ,প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক তথা যুব আইকন বিপিন দেববর্মা সহ রাজ্য বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ।যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ১০৭ পরিবারের ৩১২ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন ।দলের পক্ষে নবাগতদের বরণ করে বিজেপির পতাকা হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিজেপি নেতৃবৃন্দ ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ,বিজেপির মত জাতীয় দলকে এডিসি এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলে প্রচার চালানো হয়েছিল। এমনকি বড় কাঁঠালের নতুন বাজারে কোন সভা করতে দেওয়া হবে না ,মুখ্যমন্ত্রী কে আসতে দেওয়া হবে না ,মন্ত্রী বিকাশ দেববর্মা কে আসতে দেওয়া হবে না বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী বলেন ,যত বেশি হুমকি- ধমকি দেবেন, বিজেপি ততই শক্তিশালী হবে। সমাবেশে স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানান ,এই জায়গা কারুর নিজস্ব সম্পত্তি নয়। এই সম্পত্তি রাজ্যবাসী সবার।
এদিন যোগদান সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনজাতিদের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প হাতে নিয়েছেন ।প্রধানমন্ত্রী নেতৃত্বেই আজ তৃণমূল স্তরের মানুষ প্রকৃত উন্নয়নের স্বাদ পাচ্ছেন ।তাই বিভিন্ন দল ছেড়ে জনগণ বিজেপির উপর বিশ্বাস রাখছেন ।এদিন এই যোগদান সভায় মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয় ।এই যোগদান সভা নিঃসন্দেহে সিমনা বিধানসভা কেন্দ্রে বিজেপির সংগঠনকে আরো বেশি মজবুত করবে এমনটাই অভিমত রাজনৈতিক মহলের।