
আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস কমিটি উদ্যোগে শনিবার সাংবাদিক সদস্যা-সদস্যদের মধ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় NS-R-CC ব্যাডমিন্টন হলে। প্রেসক্লাব আয়োজিত একদিনের এই ব্যাডমিন্টন আসরের উদ্বোধন করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার, আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক deb ry .ব্যাডমিন্টন প্রতিযোগিতায় মহিলা ৪ জন সাংবাদিক এবং পুরুষ ৮ জন সাংবাদিক অংশ নেয়। মহিলা সাংবাদিক দের মধ্যে সিঙ্গেলস্-এ চ্যাষ্পিয়ন হয় স্বরুপা নাহা, রার্নাস শতাব্দী দেবনাথ এবং তৃতীয় স্থান পায় তাপসী রায়। মহিলা ডাবলস-এ চ্যাষ্পিয়ন হয় শতাব্দী দেবনাথ ও তাপসী রায় এর জুটি। রার্নাস হয় স্বরুপা নাহা ও চন্দ্রিমা সিরকার এর জুটি। পুরুষ বিভাগে সিঙ্গেলস-এ চ্যাষ্পিয়ন হয় শুভংকর দাস, রার্নাস হয় সন্তোষ গোপ এবং তৃতীয় স্থান পায় কৌশিক সমাজপতি। ডাবলস্-এ চ্যাষ্পিয়ন হয় সন্তোষ গোপ ও অঞ্জন দেব জুটি। রার্নাস হয় শুভংকর দাস ও প্রসেনজিৎ সাহা জুটি এবং তৃতীয় স্থান দখল করে প্রনব শীল ও কৌশিক সমাজপতি।