ত্রিপুরা
img

বক্সনগর সীমান্তে বিএসএফে গুলিতে আহত ২ যুবক

ফের দুই সন্দেহভাজন যুবকের উপর গুলি ছুড়ল বিএসএফ । ছড়রাগুলি থেকে তাদের গুলি করা হয় ।ঘটনা শনিবার সকালে বক্সনগর থানাধীন পুটিয়া সীমান্ত এলাকায় ।এই ঘটনায় গুরুতর আহত হয় দুই যুবক। আহতরা হলো বক্সনগর থানাধীন  পুটিয়া এলাকার সাদ্দাম হোসেন এবং মাসুদ রানা ।জানা গেছে এদিন সকালে বক্সনগর সীমান্ত এলাকায় প্রহরার কাজে নিযুক্ত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে। বিএসএফ জওয়ানদের দেখে তারা দৌড়াতে শুরু করে। তখন বিএসএফ জওয়ানরা প্যালেট গান থেকে তাদের উপর গুলি ছুঁড়ে ।এতে গুরুতর আহত হয় এই দুই যুবক ।পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন ।সেখান থেকে তাদের জিবি হাসপাতালে নিয়ে আসা হয় ।এদিন জিবি হাসপাতালে বিএসএফের ছোড়া পেলেট গানে আহত যুবক সাদ্দাম হোসেন জানান মাঠে গরু নিয়ে যাচ্ছিলেন তিনি ।সেই সময় বিএসএফ জওয়ানরা তাকে গুলি করে। হাসপাতাল সূত্রে জানা গেছে বিএসএফের প্যালেট গানের গুলিতে আহত ২ যুবক যথাক্রমে সাদ্দাম হোসেন এবং মাসুদ রানার অবস্থা স্থিতিশীল ।তাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ।মাসুদ রানার মাথায় ,বুকে এবং পিঠে পেলেট গানের ইনজুরি রয়েছে ।অপরদিকে সাদ্দাম হোসেনের মাথা এবং ডানহাতে পেলেট ইনজুরি রয়েছে।

এই মুহূর্তে