ত্রিপুরা
img

সংবিধান রচনায় দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন আম্বেদকর -রাজ্যপাল

১৯৫৬ সালের ৬ই ডিসেম্বর পরলোক গমন করেছিলেন দেশের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকর ।এরপর থেকে প্রতি বছর 6 ডিসেম্বর দিনটি সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের ৭০ তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন ,ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর কে সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান করা হয়েছিল। তিনি তপশিলি জাতির লোক ছিলেন বলেই তাকে চেয়ারম্যান করা হয়নি ।তার অসাধারণ ক্ষমতা ছিল ।চিন্তা ভাবনা ছিল তীক্ষ্ণ ।সবাইকে একসাথে ১ সুতোয় বেঁধে রাখার জন্য তিনি সংবিধান রচনা করেছিলেন ।তিনি এমন সংবিধান রচনা করেছিলেন যেখানে ধনী-দরিদ্র উঁচু-নিচু শিক্ষিত-অশিক্ষিত এমন কোন পার্থক্য থাকবে না।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন ,ডক্টর বি আর আম্বেদকর একজন ব্যক্তিই ছিলেন না ,তিনি ছিলেন দেশের অনন্য রত্ন ।তিনি বলতেন ,যারা ইতিহাস ভুলে যান তারা কোনদিন ইতিহাস রচনা করতে পারেনা ।তাই আজ ইতিহাস স্মরণ করার দিন ।এই ইতিহাসের সৃষ্টিকর্তা ডঃ বি আর আম্বেদকর ।তিনি আরো বলেন ,ডক্টর বি আর আম্বেদকরের ব্যক্তিত্ব এবং সাহসিকতা আমাদের দেশকে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক সংবিধান রচনায় সাহায্য করেছে। এদিন ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন  রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু,  মন্ত্রী সুধাংশু দাস ,মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ উপস্থিত অন্যান্যরা।
 

এই মুহূর্তে