
শনিবার সারাদেশে সংবিধান প্রণেতা ডাক্তার ভীমরাও আম্বেদ করের ৭০ তম প্রয়ান দিবস উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ছাড়াও বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংবিধান প্রণেতার 70 তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার অল ইন্ডিয়া এস সি এস টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা ওএনজিসি ত্রিপুরা সেটের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করে । ওএনজিসির মহিলা সমিতির হল ঘরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।রক্তদান শিবিরের উদ্বোধন করেন ওএনজিসি আগরতলার এসেট ম্যানেজার সঞ্জীব কুমার ঝঞ্ঝা ।এদিন স্বেচ্ছায় রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন তিনি ।পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে ওএনজিসির ত্রিপুরা এসেট ম্যানেজার এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের অভিনন্দন জানান ।তিনি বলেন ,আজ সংবিধান প্রণেতার প্রয়াণ দিবস ।এই দিনটির বিরাট তাৎপর্য রয়েছে ।সকল দেশবাসীর মধ্যে সাম্যতা এবং ন্যায় বিচার প্রদানের পক্ষপাতী ছিলেন তিনি ।তার গোটা জীবন ছিল দেশের পিছিয়ে পড়া মানুষের উন্নতি সাধন।