ত্রিপুরা
img

রাজ্যের জনসংখ্যার এক শতাংশ হারে স্বেচ্ছাসেবক তৈরি করা হবে -মুখ্যমন্ত্রী

শনিবার ৬৩ তম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স এবং হোম গার্ড প্রতিষ্ঠা দিবস ।এই উপলক্ষে দেশের সব কটি রাজ্যে রাজ্য সরকার বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। ত্রিপুরায় এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার রাজধানীর এডি নগরের পুলিশ মাঠ তথা মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,মুখ্য সচিব জে কে সিনহা ,রাজ্য পুলিশের মহা নির্দেশক সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। রাজ্য পুলিশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,সম্প্রতি অপারেশন সিন্দুরের সময় যুদ্ধ সাদৃশ্য পরিস্হিতিতে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য ।তারা প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ।জীবন এবং সম্পত্তি রক্ষায় প্রশংসনীয় কাজের জন্য জেলা ,রাজ্য এবং জাতীয় স্তরে স্বেচ্ছাসেবকদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। স্বীকৃতিপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন ,বর্তমানে স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি ও প্রস্তুতির জন্য ট্রেনিং প্রদান করা হচ্ছে ।এই ক্ষেত্রে বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে ।রাজ্যকে একটি বিপর্যয় সহনশীল রাজ্য হিসেবে পরিণত করতে সিভিল ডিফেন্স এবং আপদা মিত্র স্বেচ্ছাসেবকদের সমর্থন দিতে সরকার প্রতিশক্তিবদ্ধ। মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২১ সালের জুলাই মাস থেকে রাজ্যের প্রতিটি জেলায় সিভিল ডিফেন্স সম্প্রসারিত করা হয়েছে। বর্তমানে রাজ্যে পাঁচ হাজার প্রশিক্ষিত সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক রয়েছেন ।তাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে ।তিনি আরো জানান, জনসংখ্যার নিরিখে রাজ্যে এক শতাংশ সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক তৈরির লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হয়েছে ।সিভিল ডিফেন্সে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারও একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

এই মুহূর্তে