
আগামী তিন মাসের মধ্যেই স্বাস্থ্যপরিসেবা প্রদান করতে শুরু করবে সিটি হাসপাতাল। শুক্রবার হাসপাতালের নির্মীয়মান কাজের অগ্রগতি দেখতে এসে এই কথা জানান আগরতলা পৌরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে রোগীর চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ।এই দুই হাসপাতাল থেকে রুগীর চাপ কমাতে রাজ্য সরকার সিটি হাসপাতাল নামে আরও একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে। আগরতলা পৌর নিগমের জ্যাকসন গেইট সংলগ্ন পূর্বতন কার্যালয়ে এই সিটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। শুক্রবার হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সিটি হাসপাতাল পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।মেয়রের সাথে ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, আগরতলা পৌর নিগমের কমিশনার ,স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য আধিকারিকরা। হাসপাতালের নির্মাণ কাজ ঘুরে দেখেন মেয়র সহ অন্যান্যরা ।কথা বলেন বরাত প্রাপ্ত নির্মাণকারী সংসার আধিকারিকদের সাথে ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন ,হাসপাতালের নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখতেই পরিদর্শনে এসেছেন তিনি ।দ্রুত গতিতেই এগিয়ে চলছে নির্মাণ কাজ ।সবকিছু ঠিক থাকলে পরে আগামী তিন মাসের মধ্যেই পরিষেবা প্রদান করতে শুরু করবে সিটি হাসপাতাল ।মেয়র আরো জানেন ,আইজিএম এবং জিবি হাসপাতালের চাপ কমাতেই এই হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। তবে এর দেখভাল এবং পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ।
এদিকে এই হাসপাতাল নির্মাণ করতে বাজেট ধরা হয়েছিল ১০০ কোটি টাকা। জানা গেছে পরিবর্তিত পরিস্থিতিতে এর বাজেট কিছুটা বাড়ছে ।ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে হাসপাতালে যন্ত্রপাতি প্রতিস্হাপনের কাজ।