
বীজ বিল এবং বিদ্যুৎ বিলের বিরুদ্ধে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংঘটিত করবে প্রদেশ কংগ্রেস। মিছিল থেকে বীজ বিল এবং বিদ্যুৎ বিলের খসড়া পুড়িয়ে প্রতিবাদ জানানো হবে ।শুক্রবার কংগ্রেস ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
সংসদের চলতি শীতকালীন অধিবেশনে দশটি বিল পাসের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি সরকার ।এই গুলির মধ্যে অন্যতম হলো পারমাণবিক শক্তি বিল ,উচ্চ শিক্ষা কমিশন গঠনের বিল, বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বেসরকারি ও বিদেশী বিনিয়োগের সুযোগ করে দেওয়া, বীজবিল এবং বিদ্যুৎ বিল ।এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে প্রদেশ কংগ্রেস ।এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী ।তিনি জানান ,মোদি সরকার বীজ বিল ২০২৫ এবং বিদ্যুৎ বিল ২০২৫ যা সম্পূর্ণরূপে কৃষক স্বার্থ ও জনস্বার্থ বিরোধী তা সংসদে পাস করিয়ে আইনে পরিণত করতে চাইছে ।এই দুটি আইন দেশে কার্যকরী হলে সাধারণ কৃষকদের সমস্ত অধিকার গুলি সম্পূর্ণরূপে কর্পোরেটদের হাতে চলে যাবে ।কর্পোরেটদের দয়ির উপর নির্ভর করবে কৃষকদের বেঁচে থাকা এবং ভবিষ্যৎ। এতে বীজ উৎপাদনে ছোট ছোট কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হবে ।কংগ্রেস প্রবক্তা জানান ,এর ফলে কৃষকদের আরো লুন্ঠনের সুযোগ বাড়বে ।তেমনি ভাবে বিদ্যুৎ বিল ২০২৫ এর খসরায় ভারতের বিদ্যুৎ ব্যবস্থার সরকারি উদ্যোগ কে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে করে বিদ্যুৎ বিল আরো বাড়বে ।এতে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা আরো বৃদ্ধি পাবে ।লাভবান হবে কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলো। তিনি জানান ,বিদ্যুৎ বিল এবং বীজ বিল এর প্রতিবাদ জানাতে আগামী সংবাদ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীতে এক মিছিল সংঘটিত করা হবে ।এই প্রতিবাদ মিছিল থেকে বীজ বিল এবং বিদ্যুৎ বিলের খসড়া পোড়ানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী জানান ,বর্তমানে দেশে প্রবল ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে ।ধর্মীয় মেরুকরণ সৃষ্টির মাধ্যমে উগ্র হিন্দুত্ব ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র গঠনের লক্ষ্য কে সামনে রেখে একটা চক্রান্ত শুরু হয়েছে ।এতে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংশ করা হচ্ছে।
বীজ বিল এবং বিদ্যুৎ বিলের বিরুদ্ধে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংঘটিত করবে প্রদেশ কংগ্রেস। মিছিল থেকে বীজ বিল এবং বিদ্যুৎ বিলের খসড়া পুড়িয়ে প্রতিবাদ জানানো হবে ।শুক্রবার কংগ্রেস ভবনে আহুত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।
V.O................
সংসদের চলতি শীতকালীন অধিবেশনে দশটি বিল পাসের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি সরকার ।এই গুলির মধ্যে অন্যতম হলো পারমাণবিক শক্তি বিল ,উচ্চ শিক্ষা কমিশন গঠনের বিল, বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বেসরকারি ও বিদেশী বিনিয়োগের সুযোগ করে দেওয়া, বীজবিল এবং বিদ্যুৎ বিল ।এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে প্রদেশ কংগ্রেস ।এদিন সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী ।তিনি জানান ,মোদি সরকার বীজ বিল ২০২৫ এবং বিদ্যুৎ বিল ২০২৫ যা সম্পূর্ণরূপে কৃষক স্বার্থ ও জনস্বার্থ বিরোধী তা সংসদে পাস করিয়ে আইনে পরিণত করতে চাইছে ।এই দুটি আইন দেশে কার্যকরী হলে সাধারণ কৃষকদের সমস্ত অধিকার গুলি সম্পূর্ণরূপে কর্পোরেটদের হাতে চলে যাবে ।কর্পোরেটদের দয়ির উপর নির্ভর করবে কৃষকদের বেঁচে থাকা এবং ভবিষ্যৎ। এতে বীজ উৎপাদনে ছোট ছোট কৃষকদের অধিকার কেড়ে নেওয়া হবে ।কংগ্রেস প্রবক্তা জানান ,এর ফলে কৃষকদের আরো লুন্ঠনের সুযোগ বাড়বে ।তেমনি ভাবে বিদ্যুৎ বিল ২০২৫ এর খসরায় ভারতের বিদ্যুৎ ব্যবস্থার সরকারি উদ্যোগ কে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে করে বিদ্যুৎ বিল আরো বাড়বে ।এতে সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা আরো বৃদ্ধি পাবে ।লাভবান হবে কর্পোরেট এবং বহুজাতিক কোম্পানিগুলো। তিনি জানান ,বিদ্যুৎ বিল এবং বীজ বিল এর প্রতিবাদ জানাতে আগামী সংবাদ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজধানীতে এক মিছিল সংঘটিত করা হবে ।এই প্রতিবাদ মিছিল থেকে বীজ বিল এবং বিদ্যুৎ বিলের খসড়া পোড়ানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী জানান ,বর্তমানে দেশে প্রবল ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে ।ধর্মীয় মেরুকরণ সৃষ্টির মাধ্যমে উগ্র হিন্দুত্ব ব্রাহ্মণ্যবাদী রাষ্ট্র গঠনের লক্ষ্য কে সামনে রেখে একটা চক্রান্ত শুরু হয়েছে ।এতে সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংশ করা হচ্ছে।