ত্রিপুরা
img

ইন্ডিগোর বিশৃঙ্খলা চলছেই, ক্ষুব্দ যাত্রী সাধারণ

দ্বিতীয় দিনেও বিশৃঙ্খলা কাটলো না দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোতে। দেশজুড়ে প্রায় ৫০০ এরও বেশি উড়ান বাতিল হওয়ায় বিভিন্ন বিমানবন্দরগুলোতে তোলপাড় শুরু হয়েছে। হাজার হাজার যাত্রীর ভোগান্তির একশেষ। জানা গেছে বৃহস্পতিবার সারা দিনে মোট ৫৫০ টি বিমান বাতিল করেছে ইন্দিগো বিমান সংস্থা ।এর জন্য বৃহস্পতিবার রাতেও যাত্রীদের কাছে আরও একবার ক্ষমা চেয়েছে indigo কর্তৃপক্ষ ।কিন্তু এতে যাত্রীদের ক
ষোভ কমেনি ।যাত্রীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করছেন তারা ।তাদের জন্য খাবার এবং আশ্রয়ের কোন ব্যবস্থা করা হয়নি ।পাশাপাশি ঠিক কখন ইন্ডিগোর বিমান পরিষেবা স্বাভাবিক হবে তাও জানানো হচ্ছে না ।অনেক যাত্রী বাধ্য হয়ে টার্মিনালের মেঝেতেই শুয়ে রাত কাটাচ্ছেন। হায়দ্রাবাদ থেকে কলকাতা, দিল্লি থেকে মুম্বাই দেশের বিভিন্ন বিমানবন্দরে এই চিত্র পরিলক্ষিত হচ্ছে ।জানা গেছে বৃহস্পতিবার indigo একাধিক আন্তর্জাতিক বিমান পরিষেবা বাতিল করে। কেবলমাত্র দিল্লি বিমানবন্দরেই ১৭২টি বিমান বাতিল করা হয় ।মুম্বইতে বৃহস্পতিবার ১০০টি বিমান বাতিল করা হয় ।ব্যাঙ্গালুরুতে করা হয়, ৭৫টি বিমান বাতিল ।এদিকে আরো জানা গেছে, শুক্রবার দেশের বিভিন্ন বিমানবন্দর মিলিয়ে প্রায় ৪০০টি বিমান পরিষেবা বাতিল করছে ইন্ডিগো ।এদিকে ইন্ডিগো কর্তৃপক্ষের এই অচলাবস্থার জেরে অন্যান্য বিমান সংস্থার টিকিটের মূল্য কয়েকগুণ বেড়ে গেছে বলে জানা গেছে। জানা গেছে ,যেকোনো বিমানেই ইকোনমিক ক্লাসে কলকাতা থেকে দিল্লি যেতে খরচ হয় ৬ থেকে ৭ হাজার টাকা ।কিন্তু বর্তমান সময়ে সেই ভাড়া পৌঁছেছে ২৫ হাজার থেকে ৮৪ হাজার টাকায় ।বিমান সংস্থাগুলির এই ভাড়া বৃদ্ধির ফলে মাথায় হাত পড়েছে আমজনতার।

এই মুহূর্তে