
আত্মনির্ভর ভারত নির্মাণে সকল দেশবাসীকে আত্মনির্ভর হতে হবে ।এই লক্ষ্যে স্বদেশী পণ্য গ্রহণের জন্য হর ঘর স্বদেশী ,ঘর ঘর স্বদেশী -এই শ্লোগান তোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এই শ্লোগানকে সামনে রেখে একপক্ষকাল ধরে সারাদেশের বিভিন্ন স্থানে স্বদেশী অভিযান সংঘটিত করা হচ্ছে ।স্বদেশী অভিযানের অঙ্গ হিসেবে রবিবার মহারাজগঞ্জ বাজারে এক অভিযান সংঘটিত করা হয় ।৮ টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে এই অভিযানের আয়োজন করা হয় ।অভিযানে ছিলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আট টাউন বড়দোয়ালি মন্ডল সভাপতি শ্যামল দে সহ অন্যান্য কর্মী সমর্থকরা। মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে গিয়ে কর্মী-সমর্থকরা স্বদেশী অভিযানের স্টিকার সাঁটান। ক্রেতা এবং বিক্রেতাদের সাথে স্বদেশী পণ্য গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন ।বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য এই সংবাদ জানান ।তিনি বলেন, আত্মনির্ভর ভারত গড়তে হলে আমাদের স্বদেশী পণ্য গ্রহণ করতে হবে ।লক্ষ্য রাখতে হবে দেশের টাকা যেন বিদেশে না যায় ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ভাবনা প্রত্যেকের মধ্যে সঞ্চারিত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।