
বর্তমানে, ২১টি নথির যে কোনও একটি সিম পেতে ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, বিদ্যুৎ বিল, অস্ত্র লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, রেশন কার্ড, এমপি বা বিধায়কের চিঠি, পেনশন কার্ড, স্বাধীনতা সংগ্রামী কার্ড, কিষাণ পাসবুক, সিজিএইচএস কার্ড, ফটো ক্রেডিট কার্ড। তবে এখন থেকে বলা হচ্ছে সিম পাওয়া যাবে মাত্র ৫টি নথিতে। নকল সিম কার্ড নির্বিচারে ব্যবহার করা হয় আর্থিক জালিয়াতি এবং অপরাধমূলক ঘটনা ঘটাতে। এটা ঠেকাতে সরকার সিম কার্ড পাওয়ার নিয়ম কড়া করবে। নিয়ম কার্যকরী হলে কোনও ব্যক্তি শুধুমাত্র আধার, ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড এবং বিদ্যুৎ বিল দেখলে তবেই সিম কার্ড পেতে পারবেন।