
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত ধরে অযোধ্যার রাম মন্দিরে ধর্ম ধ্বজা উত্তেলিত হলো। এর মাধ্যমেই রাম মন্দিরে রামলালার ধর্মীয় আবাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত ।মন্দিরের ধ্বজারোহন উপলক্ষে ৮ হাজার অতিথি উপস্থিত ছিলেন ।এর জন্য বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রায় দুই বছর আগে খুলে গিয়েছিল রাম মন্দিরের দরজা ।এবার রামলালার ঘর তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এই উপলক্ষেই রাম মন্দির থেকে ধ্বজা ওড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধ্বজারোহন পর্ব শেষে রাম মন্দিরে অনুষ্ঠিত হয় বিশেষ আরতি। গত বছর ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যার রাম মন্দিরে ।রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলেও মন্দিরের নির্মাণ কাজ তখনও সম্পন্ন হয়নি। অবশেষে দু বছর পর মন্দির নির্মাণ শেষ হয়েছে। এর ফলে এদিন থেকে মন্দিরের ৪৪ টি দরজা ধর্মীয় আচারের জন্য খুলে দেওয়া হয়েছে ।আরো জানা গেছে, রাম মন্দিরের ধর্ম ধ্বজা ২২ ফুট লম্বা ও ১১ ফুট চওড়া ।এই পতাকায় তিনটি চিহ্ন রয়েছে। এগুলি হল সূর্য,ওম চিহ্ন এবং কবিদার গাছের চিহ্ন ।এই তিনটি চিহ্নকে মূলত রাম রাজ্যের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়। ৪২ ফুট উঁচু দন্ডে এই পতাকা বাধা থাকবে।