1) প্রত্যেক ক্রেডিট কার্ড সংস্থাই গ্রাহকদের একটি নির্দিষ্ট ক্রেডিট লিমিট বেঁধে দেয়। অর্থাৎ কোনও গ্রাহক, ক্রেডিট কার্ডের দ্বারা সেই পরিমাণ অর্থের বেশি খরচ করতে পারেন না। ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড সংস্থার বদলে এই সীমা নির্ধারণ করুন আপনিই।
2)প্রত্যেক সংস্থাই ক্রেডিট কার্ডে নগদ অর্থ তোলার বিকল্প দেয়। তবে ক্রেডিট কার্ড থেকে নগদ অর্থ না তোলাই শ্রেয়। কারণ কার্ডে নগদ অর্থ তুললেই সুদ চালু হয়ে যায় যা অনেকটাই বেশি।
3)ক্রেডিট কার্ড ব্যবহারের সময়ে সর্বদা সতর্ক থাকুন। দেখে নিন কত টাকা আপনি ধার নিচ্ছেন এবং সেই টাকা কত দিনে আপনি সহজেই পরিশোধ করতে পারবেন তো। প্রয়োজনে সেই অর্থ ইএমআই-তে ভেঙে নিন।
ক্রেডিট কার্ডে বাকি থাকা বিল সময় মতো মিটিয়ে দেন না। মাসের পর মাস ফেলে রাখেন বা প্রদেয় তারিখের জন্য অপেক্ষা করে থাকেন। যার ফলে অনেক ক্ষেত্রেই অজান্তে কাঁধের উপরে বাড়তি ঋণের বোঝা চাপতে থাকে।
মনে রাখবেন, ক্রেডিট কার্ডের ব্যবহার খারাপ নয়। কিন্তু অবশ্যই যথাযথ সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজনীয়।