বিদেশ
img

মোদীর বার্তা জি-২০ থেকে রুশ তেল কেনার

প্রধানমন্ত্রী বলেন, ‘‘জলবায়ু পরিবর্তন, করোনা অতিমারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে সরবরাহ ব্যবস্থা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গরিব মানুষের সঙ্কট বেড়েছে। এই পরিস্থিতিতে কোনও অবস্থাতেই সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটানো কাম্য নয়।’’ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আন্তর্জাতিক সক্রিয়তা প্রয়োজন বলে জানান মোদী। বলেন, ‘‘ভারত বরবরাই বলে এসেছে, রাশিয়া ও ইউক্রেন আলোচনার টেবিলে বসে যুদ্ধে ইতি টানবে, সেটাই কাম্য।’’জি-২০ মঞ্চ থেকে মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সংস্কারের প্রসঙ্গও তুলেছেন মোদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি এখন নেই জানিয়ে নিরাপত্তা পরিষদের পুনর্গঠনের দাবি তোলেন তিনি। জানান, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে ভারতের দাবি বিবেচনার সময় এসেছে বলে তিনি মনে করেন।

এই মুহূর্তে