বিদেশ
img

নরেন্দ্র মোদী জি২০ শীর্ষ সম্মেলনে সরব হলেন

মোদী বলেন, ‘‘২০৩০ সালে বিশ্বের অর্ধেক পরিমাণ বিদ্যুৎ সরবরাহ নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল হবে। এই শক্তি সরবরাহকে অবাধ করার ব্যপারে আমরা সচেতন থাকব।মোদী বলেন, ‘‘আমাদের সকলের উচিত, শান্তি-শৃঙ্খলা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি যত দ্রুত সম্ভব কার্যকর করা। ইউক্রেনের যা পরিস্থিতি, তাতে আমাদের সকলের উচিত ছিল সেখানে যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপন নিয়ে নিয়ে কোনও সমাধানের পথ বের করা।’’অতিমারি চলাকালীন বিশ্বজুড়ে খাদ্যাভাব দেখা দিয়েছিল। এর প্রভাব বেশি পড়েছে গরিব মানুষের উপর। জলবায়ু পরিবর্তনও বিশ্বের একটি গুরুত্বপূর্ণ সমস্যা।তিনি আরও বলেন, ‘‘পরের বছর গান্ধী এবং বুদ্ধের পবিত্র ভূমিতে অর্থাৎ ভারতে জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে। সকলের সম্মিলিত প্রয়াসে বিশ্ব জুড়ে শান্তি-শৃঙ্খলা নিয়ে আলোচনা করা হবে।’’ প্রসঙ্গত, আগামী জি২০ সম্মেলন হওয়ার কথা ভারতে।