
মঙ্গলবার এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন, "মা আমাদের পৃথিবী। মা আমাদের আত্মসম্মান। কিছুদিন আগে বিহারে যা ঘটেছিল তা আমি কল্পনাও করিনি। বিহারে আরজেডি-কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছিল।"প্রধানমন্ত্রী আরও বলেন, "এই অপমান কেবল আমার মায়ের প্রতি অপমান নয়। এগুলো দেশের মা, বোন এবং কন্যাদের প্রতি অপমান।মোদীর প্রশ্ন, তাঁর মায়ের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক ছিল না, তাহলে তাঁকে কেন দলীয় আক্রমণে টেনে আনা হচ্ছে? তিনি বলেন, "আমার মা'র রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক ছিল না, তাহলে কেন তাঁকে আরজেডি এবং কংগ্রেস ছাড়ছে না?" প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, যারা এই ধরনের অশ্লীল কাজ করেন তাঁরা এমন একটি মানসিকতা প্রকাশ করেন যা নারীদের দুর্বল মনে করে। তিনি বলেন, বিহারে কংগ্রেসের 'ভোটার অধিকার যাত্রা'-র সময় ঘটে যাওয়া ঘটনাটি কেবল তাকেই নয়, দেশের প্রতিটি মহিলাকে অপমান করেছে।