ত্রিপুরা
img

বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের হাতে তুলে দেওয়া হল আর্থিক সহায়তা

শনিবার ত্রিপুরা সরকারের  মৎস্য দপ্তরের উদ্যোগে পশ্চিম এিপুরা জেলার জেলা  ভিত্তিক বন্যায় যারা ক্ষতি গ্রস্ত মৎস্য চাষী রয়েছে তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান ও মৎস্য চাষীদের সামগ্রী বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে  । এদিনের এই অনুষ্ঠানটি আগরতলার মুক্তধারা ওডিটোরিয়াম অনুষ্ঠিত হয়।এই দিনের  অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেনমৎস্য দপ্তরের   মন্ত্রী সুধাংশু দাস,মেয়র দীপক মজুমদার, বিধায়ক মিনারানী সরকার  পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।