
মেঘভাঙা বৃষ্টিতে ছারখার জম্মু-কাশ্মীর, রাতের অন্ধকারে হু হু করে জল ঢুকে গেল গ্রামে, ঘুমের মাঝেই ধসে চাপা পড়ে মৃত্যুমিছিল কাঠুয়ায়মেঘভাঙা বৃষ্টির পর মর্মান্তিক পরিণতি। শনিবার গভীর রাতে কাঠুয়ার জাংলোটের একটি গ্রামে মেঘভাঙা বৃষ্টি হয়। মাঝ রাতে হড়পা বান মেনে আসায় অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেননি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই দুর্যোগে সাতজনের মৃত্যু হয়েছে। কত জন নিখোঁজ হয়েছেন, তা এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে হড়পা বানে বহু বাড়ি ভেসে গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।হড়পা বানের খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছেছেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, যে গ্রামে হড়পা বান নেমেছে, সেই গ্রামের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট কিছু জানা যায়নি। তবে চার জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অনেকে। পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই গ্রামে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে।