দেশ
img

ভারতে বার্ড ফ্লু-র হানা ! ১০ টি রাজ্যে জারি করা হল সতর্কতা

ভারতের  বিভিন্ন প্রান্তে আবার দেখা দিচ্ছে বার্ড ফ্লু। এর ফলে নতুন করে চিন্তায় রয়েছে চিকিৎসকরা। বার্ড ফ্লু, বৈজ্ঞানিকভাবে যাকে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বলা হয়,  যা আবার ভারতের জন্য একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকার ২০২৫ সালে ১০টি রাজ্যে মোট ৪১টি প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। এই রাজ্যগুলি হল: মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ এবং ওড়িশা। মন্ত্রী এস.পি. সিং বাঘেল জানান, এই প্রাদুর্ভাবগুলো ভারতের পোলট্রি (মুরগি খামার) খাতের দুর্বলতা তুলে ধরেছে এবং জনস্বাস্থ্যের জন্যও চিন্তার কারণ, কারণ এই ভাইরাস মানুষের শরীরেও সংক্রমিত হতে পারে।ভবিষ্যতের নিয়ন্ত্রণে রাখতে রোগের লক্ষণ, সংক্রমণের উপায়, চিকিৎসা এবং প্রতিরোধমূলক কৌশল জানা অত্যন্ত জরুরি।যদিও কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে এখনও এবিষয়ে চিন্তার কিছু নেই। তবে যে রাজ্যে এটি দেখা গিয়েছে সেখানে সতর্ক থাকতে বলা হয়েছে। সেখান থেকে যাতে অন্যত্র এই রোগ থাবা না বসাতে পারে সেদিকে জোর দেওয়া হয়েছে।