
পশ্চিমী পোশাক পরলে দর্শনার্থীদের বাইরে থেকে মন্দির দর্শন করতে হবে মিনি স্কার্ট, জিন্স-টপ বা কোনও রকম পশ্চিমী ্যপোশাক পরে কোনও মেয়ে মন্দিরে ঢুকতে পারবেন না। । মধ্যপ্রদেশের জব্বলপুরে মেয়েদের মন্দিরে ঢোকারপোশাকবিধি নিয়ে অন্তত ৪০টি মন্দিরে পোস্টার দেওয়া হয়েছে। এছাড়াও ওইসব পোস্টারে লেখা রয়েছে যে, মন্দিরে প্রবেশের সময় মহিলাদের মাথা ঢাকা থাকতে হবে। কিন্তু এই পোশাকবিধি নিয়ে চলছে বিতর্ক। পোস্টারগুলোর নীচে ‘মহাকাল সঙ্ঘ আন্তর্জাতিক বজরং দল’ নামক একটি সংগঠনের নাম লেখা রয়েছে। সংগঠনটির তরফে দাবি করা হয়েছে, মন্দিরে ভারতীয় সংস্কৃতির মর্যাদা বজায় রাখার স্বার্থেই এই আহ্বান জানানো হয়েছে।এই উদ্যোগের পক্ষে ওই সংগঠনের জেলা মিডিয়া ইনচার্জ অঙ্কিত মিশ্র জানিয়েছেন, জব্বলপুরের প্রায় ৩০ থেকে ৪০টি বড় মন্দিরে এই পোস্টার লাগানো হয়েছে, এবং ভবিষ্যতে আরও মন্দিরে লাগানো হবে। তাঁর কথায়, 'নারীরা ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাই তাঁদের কাছে আমাদের অনুরোধ, মন্দিরে আসার সময় যেন তাঁরা ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরেন।'এই পোস্টারের বিরুদ্ধে সরব বিভিন্ন মহিলা সংগঠন। এই প্রসঙ্গে মহিলা অধিকার কর্মী ও আইনজীবী রঞ্জনা কুরারিয়া বলেন, 'কে কী ধরনের পোশাক পরবেন, সেটা একান্ত তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ যদি শাড়ি, সালোয়ার-কামিজ বা জিন্স পরে স্বচ্ছন্দ বোধ করেন, তবে সেটাই তিনি পরবেন। অন্য কারও সে বিষয়ে মন্তব্য করার অধিকার নেই, এমনকি অনুরোধ করারও নয়।'