
গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের কারণে হিমাচল প্রদেশে মান্ডি জেলার ২৬০টিরও বেশি রাস্তা বন্ধ রয়েছে।স্থানীয় আবহাওয়া অফিস রবিবার কাংড়া, সিরমৌর এবং মান্ডি জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য 'লাল' সতর্কতা জারি করেছে।সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, উনা, বিলাসপুর, হামিরপুর, চাম্বা, সোলান, সিমলা এবং কুলু জেলার জন্য বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য 'কমলা' সতর্কতা জারি করা হয়েছে।গত বছর ভারি বর্ষণে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আনুমানিক ৫৫০ জনেরও বেশি মানুষ মারা যায়।আবহাওয়া বিভাগ সম্ভাব্য ভূমিধস, আকস্মিক বন্যা, জলাবদ্ধতা, ঝুঁকিপূর্ণ কাঠামো, ফসল এবং প্রয়োজনীয় পরিষেবার ক্ষতির বিষয়ে সতর্ক করেছে। জনগণকে জলাশয় থেকে দূরে থাকতে ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জরুরি অপারেশন সেন্টার (SEOC) অনুসারে, এখনও পর্যন্ত আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫৪১ কোটি টাকা।