দেশ
img

প্রাকৃতিক বিপর্যয়ে নাজেহাল হিমাচল প্রদেশ

২৪ ঘণ্টায় ১১ বার মেঘভাঙা বৃষ্টি! চারটি হড়পা বান! একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে নাজেহাল হিমাচল প্রদেশ। মঙ্গলবারও রাতভর ভারী বৃষ্টি হয়েছে মন্ডী-সহ একাধিক জেলায়। এখনও পর্যন্ত জেলায় পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ অন্তত ১৬ জন।আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সন্ধ্যা থেকে মন্ডীতে ২৫৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার সারা রাজ্যে মোট ১১ বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে। এর বেশির ভাগই হয়েছে মন্ডী জেলায়। কোথাও কোথাও ধসও নেমেছে। একটানা বৃষ্টি এবং একের পর এক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বুধবারও কাংড়া, সোলান এবং সিরমৌর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে উনা, হামিরপুর, কাংড়া এবং মন্ডী জেলায়। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে রাজ্যে ৪০৬টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে, যার মধ্যে ২৪৮-টিই মন্ডী জেলায়। মন্ডী জুড়ে ৯৯৪টি ট্রান্সফর্মার বিকল হয়ে গিয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।