
Jun 27, 2025
আজ রথযাত্রা। সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রথযাত্রা উৎসব।রথযাত্রা ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে বিশেষভাবে অনুষ্ঠিত হয়ে থাকে । মহাপ্রভু জগন্নাথ সহ তার ভাই বলরাম বোন সুভদ্রা কে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার দিন। এই রথযাত্রা উৎসবটি কেন্দ্র করে পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় রথযাত্রা উৎসবটি ভগবান জগন্নাথের মহিমা প্রচার করে এবং ভক্তদের আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। এই উৎসবে যোগদানের মাধ্যমে ভক্তরা পুণ্য অর্জন করেন এবং তাদের সকল পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। রথযাত্রা ভগবান জগন্নাথের পৃথিবীতে আগমন এবং ভক্তদের সাথে মিলিত হওয়ার আনন্দকে উদযাপন করে।