দেশ
img

ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরাখণ্ডে

ভারী বৃষ্টির মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তরাখণ্ডে। বৃহস্পতিবার রুদ্রপ্রয়াগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ি রাস্তা থেকে হুড়মুড়িয়ে গড়িয়ে পড়ে নদীতে। এখনও পর্যন্ত দু'জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ১০ জন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পাহাড়ি রাস্তাতেই নিয়ন্ত্রণ হারান এক বাসের চালক। পুলিশ জানিয়েছে, ৩১ সিটের বাসটিতে ২০ জন যাত্রী ছিলেন। চালক ছাড়া সকলেই রাজস্থান ও গুজরাটের বাসিন্দা। চার ধাম যাত্রার জন্য রুদ্রপ্রয়াগে এসেছিলেন। এই বাসটিই হঠাৎ রাস্তা থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায়। বিকট আওয়াজ শুনেই ছুটে যান স্থানীয়রা। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকারী দল জানিয়েছে, এখনও পর্যন্ত গুরুতর আহত অবস্থায় আটজনকে উদ্ধার করা হয়েছে। দু'জনের মৃতদেহ পাওয়া গেছে। বাকি ১০ জনের খোঁজে তল্লাশি অভিযান চলছে।