দেশ
img

মহাকাশের উদ্দেশে রওনা দিতে চলেছে শুভাংশু শুক্ল

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মহাকাশের উদ্দেশে রওনা দিতে চলেছেন শুভাংশু শুক্ল! সব ঠিক থাকলে ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে উড়ান দেবে শুভাংশুদের মহাকাশযান। ঐতিহাসিক এই অভিযানের দিকে তাকিয়ে ১৪০ কোটি ভারতবাসী। ঐতিহাসিকই বটে! কারণ, রাকেশ শর্মার চার দশক পর এই প্রথম মহাকাশে যাচ্ছেন কোনও ভারতীয়।চার সদস্যের অভিযানের কমান্ডার হিসাবে নেতৃত্ব দিচ্ছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। এ ছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিট নাগাদ শুভাংশুদের নিয়ে উড়ান দেওয়ার কথা স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’-এর। নাসার কেনেডি স্পেস সেন্টারের ৩৯এ লঞ্চ কমপ্লেক্স থেকে ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে ড্রাগনকে মহাকাশে পাঠানো হবে। বৃহস্পতিবার সকালে আইএসএস-এ পৌঁছোবেন শুভাংশুরা।