দেশ
img

দেশে ফেরার প্রতীক্ষায় ভারতীয় পড়ুয়ারা

ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল যুদ্ধবিধ্বস্ত ইরান। সে দেশে আটকে রয়েছেন অন্তত এক হাজার ভারতীয় পড়ুয়া। শুক্র এবং শনিবার, এই দু’দিনে বিমানে চাপিয়ে ইরান থেকে তাঁদের দেশে ফেরানো হবে বলে খবর। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করে। শনিবার সকাল এবং সন্ধ্যায় আরও দু’টি বিমানে চেপে দেশে ফিরবে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা।গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় ইজ়রায়েল। ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ে তারা। ওই রাত থেকে ইজরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দুই দেশের সংঘাতের আবহে আকাশসীমা বন্ধ করেছে তেহরান। এর মধ্যে ভারতীয় পড়ুয়াদের ‘বিশেষ করিডর’-এর মাধ্যমে দেশে ফেরানোর জন্য নয়াদিল্লিকে অনুমতি দিয়েছে তারা।