দেশ
img

জারি কঠোর নির্দেশিকা, উৎসবের পুরীতে আঁটোসাঁটো নিরাপত্তা

রথযাত্রার আগে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে ওড়িশা সরকার। সেখানে বলা হয়েছে,  সেবায়েত ছাড়া অন্য কেউ জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথে উঠলে তৎক্ষনাৎ তাঁকে গ্রেপ্তার করা হবে। এছাড়াও এবার রথে মোবাইল ফোন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই কঠোর নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। এদিকে, রথযাত্রার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার জন্য ডিজিপি যোগেশ বাহাদুর খুরানিয়া পুরীতে একটি সভা করেছেন।ভিড় এবং যানজট পর্যবেক্ষণের জন্য এই প্রথম রথের সময়ে পুরী টাউন থানায় একটি সমন্বিত কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। ডিজিপি বলেন, "রিয়েল-টাইম পর্যবেক্ষণের জন্য পুরীর গুরুত্বপূর্ণ স্থানে এআই-সক্ষম সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।"  এছাড়াও, তীর্থযাত্রী এবং দর্শনার্থীদের নির্দেশনা দেওয়ার জন্য নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্র্যাফিক পরামর্শ জারি করা হবে।