
Jun 04, 2025
১৮ তে ১৮। আইপিএলের প্রাপ্তবয়স্ক হওয়ার বছরই খরা কাটল বিরাট কোহলির। ১৮ বছর অপেক্ষার পর চ্যাম্পিয়ন হলেন ১৮ নম্বর জার্সিধারী। অবশেষে আইপিএল জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চতুর্থ প্রচেষ্টায়। ২০১৬ সালে কোহলির নেতৃত্বে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু তরুণ অধিনায়ক রজত পতিদারের অধিনায়কত্বে আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। অবশেষে কোহলির ক্যাবিনেটে জায়গা পেল আইপিএল ট্রফি। এদিন সর্বোচ্চ রান বিরাটেরই (৪৩)। ব্যাক টু ব্যাক কোটিপতি লিগ জেতার রেকর্ড অধরা কলকাতা নাইট রাইডার্সের ব্রাত্য অধিনায়ক শ্রেয়স আইয়ারের। মেগা নিলামে ক্রুনাল পাণ্ডিয়ার জন্য ঝাঁপিয়েছিল আরসিবি।