
May 26, 2025
সোমবার সকালে মুম্বাই শহরে প্রবল বর্ষণ ও বজ্রপাতের দাপটে জনজীবন থমকে দাঁড়াল। মাত্র এক ঘণ্টায় নারিমান পয়েন্টে রেকর্ড ১০৪ মিমি বৃষ্টি হয়েছে। কুরলা, সিয়ন, দাদর, ও পারেল সহ একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে।বৃষ্টির কারণে রাস্তায় যান চলাচলে ব্যাঘাত ঘটে, প্রায় ২৫০টি উড়ান প্রভাবিত হয়। তিনটি প্রধান রেললাইনের ট্রেনগুলিও দেরিতে চলছে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে থানে সহ বৃষ্টিপ্রবণ অঞ্চলগুলির পরিস্থিতি পর্যালোচনা করে তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। শহরের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।