দেশ
img

দেশে ফের করোনা মহামারির আতঙ্ক

পাঁচ বছর পর আবারো ফের করোনা আতঙ্ক। সিঙ্গাপুর হংকংয়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ১২ই মে থেকে 19 শে মে এই আট দিনে কোভিড আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ৯৩ জন থেকে শুরু করে করোণা আক্রান্তের সংখ্যা হয়েছে ২৫৭। জানা যাচ্ছে আক্রান্তের তালিকায় সর্বোচ্চ স্থানে রয়েছে কেরল মহারাষ্ট্র তামিলনাড়ু। স্বাস্থ্য মন্ত্রকের তরফে ইতি মধ্যেই জানানো হয়েছে কেরলে আক্রান্ত এর সংখ্যা একাধিক এবং মৃত্যু হয়েছে একজনের। তার পাশাপাশি তামিলনাড়ু মহারাষ্ট্রেও আক্রান্তের সংখ্যা একাধিক। স্বাস্থ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যেই কোন বিষয়ে আতঙ্কিত না হয়ে নিজেকে সচেতন রাখা ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।